নেত্রকোনার পূর্বধলায় মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-।। প্রজেক্ট (এনএটিপি-২) আওতায় জাওয়ানী সিআইজি মৎস্য সমবায় সমিতি লিঃ’র মাঝে পিক-আপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে “পিক-আপ ক্রয় ও পরিচালনা উপ-প্রকল্প” এর পিক-আপ বিতরণ অনুষ্ঠানে ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাংসদ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাংসদ পুত্র ওয়াসিক হোসেন অয়নসহ আ.লীগ নেতাকর্মীরা।