প্রতিপক্ষের উস্কানিমূলক বক্তব্য ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে প্রাননাশের হুমকি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হোগলা ইউনিয়নের নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকন্দ খোকন।
নেত্রকোনার পূর্বধলায় ৮ ডিসেম্বর বেলা ১২টায় তার নিজ বাসভবনে সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
সংবাদ সম্মেলনে মো. সিরাজুল ইসলাম আকন্দ খোকন বলেন, ৩য় ধাপে অনুষ্ঠিত ২নং হোগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ নৌকার প্রার্থী মো. সাইদুল ইসলাম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই সাথে খোকন ও তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দ্বারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে প্রাননাশের হুমকি প্রদান করে আসছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রতিপক্ষের এই সমস্ত কার্যকলাপের জন্য নেত্রকোনা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলন শেষে তার কর্মী-সমর্থকদের মানববন্ধন ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।