নেত্রকোণার পূর্বধলায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সক্রিয় সাংবাদিকদের সংগঠন পূর্বধলা রিপোর্টার্স ক্লাব।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনটির কার্যক্রম শুরু হয়।উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিস্তম্বে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবসের সূচনা হয়। পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।