পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক নতুন সময়ের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান এর পিতা মোঃ আসাদুজ্জামান শনিবার (২৫ডিসেম্বর ২০২১) ভোরে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পূর্ব বুধি গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বেলা দুই ঘটিকায় মরহুমের নিজগ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তাঁর মৃত্যুতে পূর্বধলা রিপোর্টার্স ক্লাব, পূর্বধলা প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, আওয়ামিলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।