বুধবার , ২৯ ডিসেম্বর ২০২১ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

পূর্বধলায় বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ

প্রতিবেদক
প্রতীতি ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ

নেত্রকোণার পূর্বধলায় শ্যামগঞ্জ বাজারে একটি কার্গো ট্রাক (নং ঢাকা মেট্রো ট ১৮-১৫৫৮) থেকে ভারতীয় কম্বল, সাবান ও কিটক্যাট চকলেটসহ বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই।

নেত্রকোণা জেলা এনএসআই এর উপ পরিচালক সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনএস আই এর একটি টিম মঙ্গলবার রাতে দুর্গাপুর বিরিশিরি ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ট্রাকের ভিতর থেকে তারা বিপুল প‌রিমান ভারতীয় কম্বল, সাবান ও কিটক্যাট চকলেট জব্দ করে। যার আনুমা‌নিক মুল‌্য ৫/৬ লক্ষ টাকা। আটককৃত চালক মো. দীন ইসলাম (২৬) ও জব্দকৃত মালামাল বুধবার দুপুরে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, এ বিষয়ে মো. দীন ইসলাম ও হেল্পারসহ অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটকৃত চালক মোঃ দীন ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে হেল্পার শাখাওয়াত এখনও পলাতক রয়েছে।

সর্বশেষ - সারাদেশ