প্রাণের বিনিময়ে পাওয়া ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক থাকলেও মদন উপজেলার চানগাঁও ইউনিয়নে পশ্চিম শাহাপুর সতন্ত্র এবতেদীয়া মাদ্রাসায় বেলা ১ টায় সরেজমিনে দেখা যায়, জাতীয় পতাকা অর্ধনমিত পাওয়া যায়নি। স্থানীরা জানায় উক্ত মাদ্রাসায় আজ জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি!
অর্ধনমিত রাখতে হলে পতাকা উত্তোলনের নিয়ম হলো, অর্ধনমিত অবস্থায় উত্তোলনের প্রাক্কালে পতাকাটি পুরোপুরি উত্তোলন করে অর্ধনমিত অবস্থানে আনতে হবে এবং পতাকা নামানোর প্রাক্কালে পতাকাটি শীর্ষে উত্তোলন করে নামাতে হবে।
এলাকার মৃত সোনাফর এর ছেলে শামছুল আলম খোকন জানায়, ২১শে ফেব্রুয়ারি জাতির জন্য একটি স্মরণীয় দিন। এই দিনে মাদ্রাসায় জাতীয় পতাকা না থাকায় আমরা হতাশ।
একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে লাল মিয়া (১০০) জানায়, আজ শহীদ দিবস হলেও এখানে কোন পতাকা উত্তোলন করা হয়নি।
মাদ্রাসার জমিদাতা ফারুক হাসান ফয়সাল জানান, আজ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলেও এখানে কোন পতাকা উত্তোলন করা হয়নি বিষয়টি খুবই দুঃখজনক।
শাহাপুর সতন্ত্র এবতেদীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবু বক্কর এর সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মাদ্রাসায় দপ্তরি নাই, আমরা বেতনও পাইনা, ভাতিজাকে বলেছিলাম পতাকা উত্তোলন করতে দুপুর ২টার সময় পতাকা লামিয়ে ফেলেছে।
বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা থাকবে না সেটা হয়না। পরবর্তীতে আর এ রকম ভূল হবে না। অত্র মাদ্রাসার সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌফিক মিয়া বলেন, প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করায় আমরা হতাশ।
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন বিধি-বিধান বর্ণিত হয়েছে। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২( সংশোধিত ২০১০) বিধিমোতাবেক জাতীয় পতাকা বিধি লঙ্ঘনে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়।
মদন উপজেলা একাডেমিক সুপার ভাইজার জোৎসনা বেগম মুটোফোনে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবেও জানান তিনি।
এ ব্যাপারে মুটোফোনে মদন উপজেলা নিবার্হী কর্মকতা বুলবুল আহম্মেদ বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।