ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল ট্রেনে প্রয়োজনের তুলনায় বগি নেই, বগিতে বাতি নেই, পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী নেই, নিয়মিত টিকেট চেকার নেই, নেই পাখা। আছে দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ। আসনগুলোর অবস্থাও নাজেহাল। এই দৈন্যদশার চিত্র জারিয়া ঝানজাইল-ময়মনসিংহ রেল পথে চলাচল করা জারিয়ার লোকাল ট্রেনের।
এই ট্রেনে নেত্রকোণা জেলার দুর্গাপুর, কলমাকান্দা, সদর ও পূর্বধলা উপজেলা। ময়মনসিংহের ধোবাউড়া, গোয়াতলা, গৌরিপুর, তারাকান্দা ও সদর উপজেলার শত শত সাধারণ মানুষ শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা উদ্দেশ্যে প্রতিদিন এই ট্রেনে ময়মনসিংহ হয়ে দেশের বিভিন্ন স্থানে চলাচল করেন।
ট্রেন সেবার মান খারাপ জেনেও শুধু নিরাপদ ভ্রমণ ও ভাড়া কম হওয়ায় যাত্রীরা চলাচল করেন।
জানা যায়, নব্বই দশক থেকেই ৬টি বগি নিয়ে চলাচল করত এই লোকাল ট্রেনটি। বর্তমানে চারবার চলাচল করে। কিন্তু প্রায় সময় বগির সংখ্যা কম আনতে দেখা গেছে।
ইদানীংকালে ট্রেনটি প্রতিদিন ৩টি বগি নিয়ে চলাচল করছে। যার মধ্যে একটি ডাক ও মাল পরিবহনের জন্য বরাদ্দ। বাকি ২টি বগি সাধারণ যাত্রীদের জন্য রয়েছে। যা জারিয়া, পূর্বধলা, জালশুকা, শ্যামগঞ্জ, গৌরীপুর স্টেশনের বিশাল জনগোষ্ঠীর জন্য মোটেও যথেষ্ট নয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেখা যায় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রীরা পূর্বধলা স্টেশনে টিকেট সংগ্রহ করে অপেক্ষা করছেন। ট্রেন আসার পর শত শত মানুষের ভিড়ে অর্ধেকেরও বেশি যাত্রী উঠতে পারেননি ট্রেনে। ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ ও কপালের দোষ দিয়ে কথা বলছেন অনেকে।
ট্রেনে চড়তে না পারা মো. রফিকুল ইসলাম, তাঁরা মিয়া, আব্দুস সালাম ও শামীম সহ আরও অনেকেই বলেন, দেশের উন্নতি হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। সব কিছুর উন্নতি হলেও আমাদের ভাগ্য উল্টো, বছর বছর অবনতির দিকে যাচ্ছে! আগে আসত ৬ বগি আর এখন আসে ৩ বগি। পরে ক্রয়কৃত টিকিট কাউন্টারে ফিরত দিয়েছেন তারা।
একইদিন দুপুরে ময়মনসিংহ থেকে আসা সবুজ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, “বগির ভিতরে তিল ধারনের স্থান নেই। ধাক্কাধাক্কিতে রোগী, শিশু ও মেয়ে শিক্ষার্থীরা যৌন হয়রানীসহ বিভিন্নরকম অস্বস্থিতে পড়তে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ট্রেনের চলাচল করা হাজারো যাত্রীদের।
এদিকে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে শুধু মাত্র জারিয়া ও পূর্বধলা স্টেশনে লোকাল ট্রেনর টিকিট বিক্রি হয় প্রায় ৬শ। এত টিকিট বিক্রি হলেও কেন ট্রেনের বগি কম এমন প্রশ্ন সাধারণ যাত্রীদের।
সেই সাথে তাদের দীর্ঘ দিনের দাবী জারিয়া ঝানজাইল রেলপথে আন্তঃনগর ট্রেন চালু করা হোক।
ময়মনসিংহ রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরের কাছে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন মন্তব্য করা যাবে না।”