পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ দৈনিক নয়া শতাব্দী’র নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি রিফাত আহমেদ রাসেলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে পৌর মেয়র ও বালু ব্যবসায়ি মো. আলাউদ্দিন আলালের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৫ই মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে স্টেশন রোডে প্রেসক্লাবে সামনে সভাপতি সৈয়দ আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
এর আগে গত ১৪ মার্চ পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে পূর্বধলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপজেলা পরিষদ গেইটের সামনে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
তাছাড়া গত ১২ মার্চ নেত্রকোনা জেলা সদরে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ সাংবাদিক রাসেলকে হুমকির ঘটনায় প্রতিবাদ সমাবেশ, প্রতীকী সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে।