পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ
নেত্রকোনার পূর্বধলায় দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, কেক কাটা, আনন্দ র্যালী, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে।
উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ভাবে দিবসটি পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন জাতীয় ও স্থানীয় কর্মসূচির আলোকে দিবসটির গুরুত্ব উপস্থাপন করে “মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী” মেলার আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা সুমি আকন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানান শ্রেনী পেশার মানুষ।
Post Views: ১৯৬