পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় গলায় ওড়না পেচিয়ে আবু রায়হান (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা মো. মহর আলীর ছেলে। পেশায় একজন ট্রাকচালক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অনেক দিন যাবত তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না। রায়হান সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বাড়িতে এসে কাউকে কিছু না বলে নিজ রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। অন্য সদস্যরা মনে করেছে কষ্ট করে এসেছে তাই ডাকাডাকি করেনি। যথারীতি মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ডাকাডাকি করলে রুম থেক কোন প্রকার সাড়া না পেয়ে জানালা ফাঁকে তার লাশ ঝুলতে দেখে পুলিশের খবর দেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।