পূর্বধলা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র নেতৃত্বে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাঙালি সংস্কৃতিকে ধারণ করে নানা সাজে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মুহিবুল্লাহ হক লালন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।