পূর্বধলা প্রতিনিধি ঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলাকে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন।
যৌথ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলসহ আরও অনেকেই।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Post Views: ২৫২