বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

ঈদে পূর্বধলায় বিশেষ ভিজিএফ’র চাউল পাচ্ছে প্রায় সাড়ে ২৭ হাজার পরিবার

প্রতিবেদক
প্রতীতি ডেস্ক
এপ্রিল ২১, ২০২২ ৫:৩৬ পূর্বাহ্ণ

পূর্বধলা প্রতিনিধি ঃ আসন্ন ঈদুল ফিতরের আগে নেত্রকোনার পূর্বধলায় ২৭ হাজার ৬১৭ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হবে। যার পরিমাণ ২৭৬ দশমিক ১৭০ মেট্রিক টন।

সরকারের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় উপজেলার ১১ টি ইউনিয়নে মধ্যে হোগলা ২৭০০, ঘাগড়া ২৬২০, জারিয়া ২২৫০, ধলামূলগাঁও ২৫৫০, পূর্বধলা ২৯০০, আগিয়া ২৬১০, বিশকাকুনী ২৩৭৫, খলিশাউড় ২৬৪০, নারান্দিয়া ২৩০০, গোহালাকান্দ ২৭৪৫ ও বৈরাটি ১৯২৭জন। উপজেলার প্রায় সাড়ে ২৭ হাজার মানুষের জন্য এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ অধিদপ্তর থেকে এ বরাদ্দ পাওয়া গেছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ১২ এপ্রিল এ বরাদ্দ দেয়া হয়েছে। যা আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করতে হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ১১ ইউনিয়নের মধ্যে তালিকা তৈরি করা হচ্ছে চেয়ারম্যানদের দ্রুততম সময়ে তালিকা জমা দেওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।

টেগ অফিসারের উপস্থিতিতে সুষ্ঠু-সুন্দর ভাবে বিতরণ কার্য সম্পন্ন করা হবে।

সর্বশেষ - সারাদেশ