পূর্বধলা প্রতিনিধি ঃ নেত্রকেনার পূর্বধলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে নির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে উপজেলার চৌরাস্তা বাজার নামক স্থানে ২০১৯ সালে স্টেশনটি নির্মাণ করা হয়েছিল।
উপজেলাবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছে। আজ (২৪ এপ্রিল) থেকে ফায়ার সাভির্স স্টেশনটির কার্যক্রম শুরু হয়েছে।
এই স্টেশনটিতে ২টি গাড়ি, ১৬ জন ফায়ার ফাইটার, ৪জন ড্রাইভার, ২জন লিডারসহ ২৫জন কর্মকর্তা- কর্মচারি দায়িত্ব পালন করবেন।
সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য ০১৭৪৩৮৩৭৯৭৯ মোবাইল নম্বরটি চালু থাকবে।
পূর্বধলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, নেত্রকোণা ফায়ার সার্ভিস দায়িত্ব প্রাপ্ত উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন, পূর্বধলা স্টেশনের (ভারপ্রাপ্ত) ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বিভিন্ন জনপ্রতিনিধিসহ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ।