পূর্বধলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছে ২২টি পরিবার

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছে ২২টি পরিবার। উপজেলা সদর ইউনিয়নে ১৭টি, ঘাগড়া ৩টি ও নারান্দিয়া ২টি ঘর।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে রোববার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে উপজেলায় ২২টি ঘরের বরাদ্দ পাবে।

১ম ধাপে ৫৩টি ২য় ধাপে ২০ টি ঘর দেওয়া হয়েছে। আগামী ২৬ এপ্রিল উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল, খতিয়ান ও সার্টিফিকেট প্রদান করা হবে।

দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকার ভোগী পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গৃহগুলো হস্তান্তর করবেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ পূর্বধলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।