বুধবার , ২৭ এপ্রিল ২০২২ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় নিহত-১

প্রতিবেদক
প্রতীতি ডেস্ক
এপ্রিল ২৭, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ণ

পূর্বধলা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুবেল মিয়া ঘাগড়া ইউনিয়নের বানেরকান্দ গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুবেল ও জিয়া গংদের সাথে হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসার জন্য সন্ধ্যার পর বহুলী বাজারে বসে স্থানীয়রা। সমাধানের চেষ্টায় ব্যর্থ হলে দু’পক্ষের মাঝে এলোপাতাড়ি মারামারি শুরু হয়।

এতে রুবেলসহ বেশ কজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করেন।

পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যপারে পূর্বধলা থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - সারাদেশ