
নেত্রকোনার পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যগণ এক সঙ্গে ইফতার করেন।
ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমান। সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) আবুল কালাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, সাংবাদিকেরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্যে দিয়ে দেশ ও জাতির জন্যে নিজেদেরকে বিলিয়ে দেবেন। তাদের লেখনীর মধ্যে দিয়ে মানুষের কল্যান হবে। এজন্যে সকলকে নিজ নিজ জায়গা থেকে সু-সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।
পরে উপজেলাবাসীসহ বিশ্ববাসীর কল্যাণে দোয়া পরিচালনা পরিচালনা করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, সহ-সভাপতি ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি মো. ছাইদুল ইসলাম, সদস্য দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি খাইরুল ইলাম, দৈনিক সোনালী নিউজের প্রতিনিধি মো. মিঠু সরকার, নেত্রকোনার বার্তার সম্পাদক মো, বেলাল হোসেন, প্রতীতি ডট নেট’র প্রতিনিধি নাহিদুল ইসলাম আলম, বিডি স্টার ২৪ টিভির ডি এইচ তালুকদার, দৈনিক সূর্যদয়ের আব্দুল্লাহ আল মামুন, নেত্রকোনার বার্তার আরিফুজ্জামান, বাংলার আওয়াজের মো. হোসেন ও আবু সাঈদ।