পূর্বধলা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় মাত্র ৭ মাস আগে আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের মোহাম্মদ আলীর কন্যা আরিফা (১৯) সাথে বিয়ে হয়েছিল জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ আলী (সাগর)’র। সুন্দর চলছিলো তাদের সংসার। সামান্য কিছু টুকিটাকি সমস্যা চলছিল তাদের মাঝে। সমাধানের জন্য শশুরও আসলেন বাড়িতে। কিন্তু অতিরিক্ত জেদ ও কতাবার্তার এক পর্যায়ে বাবার সামনে ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন আরিফা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টায় আরিফার শশুরবাড়ীতে। পরে আরিফার পিতা ও পরিবারের লোকজন তাকে পূর্বধলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা মোহাম্মদ্দ আলী জানান, বিয়ের পর থেকে তাদের মাঝে টুকিটাকি পারিবারিক কলহ চলে আসছিল। তারই প্রেক্ষিতে গতকাল রাতে মেয়ে ফোন করে যেতে বলে। আজ মঙ্গলবার সকালে মেয়েকে দেখতে গেলে কতাবার্তার এক পর্যায়ে আরিফা রাগে ক্ষোভে ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।