পূর্বধলা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে সহকারী শিক্ষক নুর আহমেদ খান রতন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী প্রমুখ।
আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক এমপি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Post Views: ১৯৮