পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বন্যায় ক্ষতিগ্রস্ত ৯শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ভোদন করা হয়েছে।
বুধবার (২৯ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণের উদ্ভোদন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক বলেন, কৃষি উৎপাদনের ধারা অব্যাহত রাখা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বন্যা-পরবর্তি সহায়তা হিসেবে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা শুরু হয়েছে। কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ব্রিধান-৭৫, ব্রিধান-৮৭, ব্রিধান-৮০ জাতের ধান, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ ধান ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাবে।