পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় স্টেশন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাদ্য দ্রব্যে মূল্য তালিকা না থাকা, নোংরা- অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং পরিবেশন করার দায়ে শনিবার (১৬ জুলাই) দুপুরে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
শেখ জাহিদ হাসান প্রিন্স।
এসময় তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।