নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে ফাহিম (৬) ও ঋতু (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হুগলা ইউনিয়নের চলিত ডহর গ্রামে এ ঘটনা ঘটে।
ফাহিম ওই গ্রামের মো. আবুল কালামের ছেলে। ঋতু ময়মনসিংহের নান্দাইল উপজেলার মো. আমিনুল ইসলামের মেয়ে। সম্পর্কে তারা মামা ভাগিনী। ঋতু নানা বাড়িতে থাকতো। তার বাবা-মা ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। পরে পুকুরে থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।