পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় মুজিব বর্ষের উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারদের পুনর্বাসনের নিমিত্তে ৩য় পর্যায়ে উপকার ভোগিদের অনুকূলে গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ব্রিফিং করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স প্রেস ব্রিফিংয়ে বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর পরিকল্পনা বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় উপজেলায় প্রথম-৫৩টি, দ্বিতীয়-২০টি ও তৃতীয় পর্যায়ে-২২টি গৃহ সহ মোট-৯৩ টি গৃহ হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ১৫ টি ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হবে। আগামী ২১ জুলাই সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী এসব ঘর আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করবেন।
তিনি আরো বলেন, সুবিধাভোগী পরিবারদের জন্য প্রতিটি গৃহ নির্মানের জন্য বরাদ্দ ছিল ২ লক্ষ ৭১ হাজার টাকা। প্রতি পরিবারকে দুই শতাংশ জমির দলিল, সম্পূর্ণ ফ্রিতে গভীর নলকূপ বিদ্যুত লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাসরীন বেগম সেতু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।