নেত্রকোনার পূর্বধলায় মুজিব বর্ষের উপহার ভূমি ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ক্রয়কৃত ৩০ শতাংশ ভূমিতে ১৫ টি পরিবারে জমির দলিলসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন।
গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরীন বেগম সেতু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদিকুল জাহান রীদন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ।
গতকাল বুধবার বিকেলে গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা প্রশাসন।
ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, উপজেলায় প্রথম-৫৩টি, দ্বিতীয়-২০টি ও তৃতীয় পর্যায়ে-২২টি গৃহ সহ মোট-৯৩টি গৃহ হস্তান্তর করা হয়েছে এবং ১৫টি গৃহ হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে।