নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আলহাজ্ব সুরুজ আলী (৬৫) ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা অজ্ঞাতনামা দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।
শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর সাকিব জানান, ট্রাক ও অটোরিক্সা জব্দ করা হয়েছে। তাদের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।