নেত্রকোনার পূর্বধলায় ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীর স্মরণে রবিবার (২১ আগস্ট) উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসীমা আক্তার বিরহী, অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আইনুল হক আকন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুদ আলম টিপু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, জেলা কৃষক লীগের সাবেক সদস্য আজিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক একলাছ উদ্দিন লাক মিয়া, নেত্রকোনা জেলা কৃষক লীগের সদস্য মোঃ মাজহারুল আলম পিয়েল শাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাশিদ শেখ, সহ-সভাপতি হাবিবুল্লাহ বাহার টুটুল, ইঞ্জিনিয়ার এহসান উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাশার খান, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সম্মানিত সদস্য হাসিবুর রহমান হাসিব প্রমূখ।
সভায় নিন্দা ও ওই ঘটনায় সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।