নেত্রকোনার পূর্বধলায় সরকারি কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শোকাবহ আগস্ট ও ইনডিমনিটি অধ্যাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারোল হকে রতনের সভাপত্বিতে ইতিহাস বিভাগের প্রভাষক মোহাম্মদ এমদাদুল হক বাবুল এর সার্বিক ব্যবস্থাপনায় হিসাব বিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল এবং মোহাম্মদ আলী জুয়েল উপস্থাপনায় কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোহাম্মদ আইয়ুব আলী, মো. নিজাম উদ্দিন, খলিশাউড় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল খায়ের, রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে;র অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, কলেজের শিক্ষার্থী সাংবাদিক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।