নেত্রকোনার পূর্বধলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস ডিলারের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম সুজন বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুর রহমান খান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মহিবুল্লাহ হক, বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন বকুল প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনিছুর রহমান খান জানান, উপজেলায় ৪ মে. টন চাল ৫ কেজি করে ৩০ টাকা মূল্যে ২জন ডিলারের মাধ্যমে বিক্রয় করা হবে। শুক্র ও শনিবার বিক্রয় বন্ধ থাকবে। টিসিবি কার্ডধারীরা মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন।