নেত্রকোনার পূর্বধলায় জমির বিরোধকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে প্রায় দেড় শতাধিক মেহগনি গাছের চারা উপড়ে নিয়েছে গেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বোয়ালিকান্দা গ্রামে ঘটেছে এ ঘটনাটি।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আঃ হাকিম আকন্দ বাদী হয়ে রবিবার (৪ সেপ্টম্বর) পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানায়, হাকিম আকন্দ নিজের জমিতে প্রায় দেড় শত মেহগনি গাছের চারা লাগান, কিন্তু গত শনিবার রাতে দুর্বৃত্তরা বেড়া সহ চারাগুলো উপড়ে নিয়েগেছে।
বাগানের পাশের বাড়ির এনামুল, হাফিজ উদ্দিন ও ইসলাম উদ্দিন জানান, শনিবার সন্ধায় গাছের চারাগুলো ছিলো সকালে দেখি বেড়া সহ গাছের চারা উপড়ে নিয়ে গেছে কে বা কারা।
আঃ হাকিম আকন্দ অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ বজলুর রহমান তার লোকজন বিভিন্ন সময় আমাদের ওপর নানাভাবে অন্যায়-অত্যাচার করে আসছে। এর জেরে ওই দিন রাতে আমার বাগানের চতুরদিকে বেড়া সহ প্রায় দেড় শতাধিক গাছের চারা উপড়ে নিয়ে গেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
অভিযুক্ত বজলুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।