বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি ও সরকার দলীয় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে পূর্বধলা উপজেলা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকআলহাজ্ব আবু তাহের তালুকদার এর দিকনির্দেশনায় রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার শ্যামগঞ্জ বাজারের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান হাবিব ফকির, সাবেক সাধারণ সম্পাদক ও গোহালাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান সাহেদ আল মামুন সহিদ ফকির, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ নওয়াব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কাশেম, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, জারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক, পূর্বধলা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান শামিম,
পূর্বধলা উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ খোকন আকন্দ, মোঃ এনায়েত কবির, আপেল মাহমুদ ডলার, মোঃ সাইদুল ইসলাম কাবুল, মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোঃ হানিফ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, মোঃ পলাশ তালুকদার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সালমান রহমান পল্লব, সদস্য সচিব সাজু আহম্মেদ যুগ্ম আহ্বায়ক মোঃ রিজন খান, জীবন দাস, আশরাফুল আলম, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিপন তালুকদার, নেত্রকোনা জেলা নবিন দলের সভাপতি সাহার উদ্দিন আকন্দ।
এছাড়াও উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।