নেত্রকোনার পূর্বধলায় আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, আনন্দঘ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর আড়াইটায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু তরুণ কুমার রায়, সাধারণ সম্পাদক সঞ্চিত কর প্রমুখ।
এছাড়াও ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এর সহযোগিতায় প্রতিটি পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ।
উল্লেখ্য, এ বছর উপজেলায় ১০টি ইউনিয়নের ৫২টি সার্বজনীন এবং ৭টি ব্যক্তি উদ্যোগে মোট ৫৯টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু। তারপর ধারাবাহিকভাবে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।