নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী এডভোকেট অসিত কুমার সরকার সজল’র আনারস প্রতীকে নির্বাচনী প্রচারণার মিছিল রবিবার (১০ অক্টেবর) বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) এর নির্দেশনায় পূর্বধলা উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক মাসুদ আলম তালুকদার টিপু মিছিলের নেতৃত্ব দেন। নির্বাচনী প্রচারণার মিছিলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪৬জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন অংশগ্রহন করছেন।