এ কে এম আব্দুল্লাহ নেত্রকোনা ঃ নেত্রকোণায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নেত্রকোণা সদর উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, চেম্বার অব কমার্সের সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে করনীয় এবং স্ব স্ব অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।