কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠে শুক্রবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত আন্তঃমেডিকেল টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতায় কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ, ময়মনসিংহ চ্যাম্পিয়ন হয়েছে।
রানার্সআপ হয়েছে টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া। টিএমএসএস মেডিকেল কলেজকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত খেলায় কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা/কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের পাবলিক রিলেশন অফিসার পিনাকী রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।