“উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে নেত্রকোনার পূর্বধলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস কনফারেন্স করেছেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। সোমবার (৯ নবেম্বর) বিকেলে উপজেলা হলরুমে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার এম এ আওয়াল, প্রাথমিক শিক্ষা অফিসার আজ্ঞুমান আরা বেগম, সমাজ সেবা অফিসার মো. মহিবুল্লাহ হক সহ উপজলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধান গণ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বৃহস্পতিবার একদিন ব্যাপী ৯ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হবে। মেলায় উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ের উপর গুরুর্ত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান।