নেত্রকোনার পূর্বধলায় ১’শ পিচ ইয়াবাসহ সবুজ (৩৮) ও আল আমিন (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের উপলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধলামূলগাঁও ইউনিয়নের উপলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে ১শ’ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার চুচুয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সবুজ ও একই উপজেলায় টিকুরিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আল আমীন।
তাছাড়াও গ্রেফতারকৃত সবুজের নামে দস্যুতা, অস্ত্র সহ আরও চারটি মামলা রয়েছে
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে তাদেরকে ১’শ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।