মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে নেত্রকোনা জেলার পূর্বধলা সদর উপজেলায় আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকায় শহীদ মেম্বার নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় হাটকান্দা বাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও প্রবাসী আমানুর রশীদ খান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুজ্জামান আকন্দ পিন্টু, সাবেক ছাত্রনেতা ফয়জুর রহমান ঝন্টু, সারোয়ার জাহান রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীনুর রহমান বাবলু, আগিয়া ইউনিয়নের মেম্বার মোঃ শহীদ মিয়া, মিলন খা, সানোয়ার হোসেন মিন্টু, সাবেক ইউপি সদস্য সারোয়ার জাহান মাসুদ প্রমুখ।