পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশসানের উদ্যোগে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ পুলিশ পূর্বধলা থানার বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্তরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রব তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, সমাজসেবা অফিসার মহিবুল্লাহ হক, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ