পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে পূর্বধলা সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠে বেলা ১১টায় উন্মুক্ত মঞ্চে ‘আমাদের বিজয়’ নামক স্মরণিকা মোড়ক উন্মোচন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারোল হকে’র সভাপত্বিতে মনোবিজ্ঞান বিভাগে’র প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল ও হিসাব বিজ্ঞান বিভাগে’র প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেলে’র উপস্থাপনায় এবং ইতিহাস বিভাগে’র প্রভাষক মোহাম্মদ এমদাদুল হক বাবুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, মো. নিজাম উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রব তালুকদার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকার পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কলেজের ছাত্র-ছাত্রী প্রমুখ।