পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা দেশ গড়বো সমাজসেবায়’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদফতর আয়োজনে এবং বেসরকারি সংস্থা সমূহের যৌথ উদ্যোগে সোমবার (২ জানুয়ারি)
সোমবার (২ জানুয়ারী) বেলা ১২ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রধান ফটকে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সমাজসেবা অফিসার মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সুমি আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধান, সংস্থা প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে প্রতবন্ধি সুবিধাভোগিদের মাঝে হুইল চেয়ার, লোন বিতরণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।