পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজকে উন্নয়নে বিশ্বের রোল মডেল। আজকে প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ আজকে সমান তালে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আমানুর রশীদ খান জুয়েল এর নেতৃত্বে গণসংযোগ ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগটি সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পূর্বধলা বাজারের জামতলা থেকে শুরু হয়ে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশর মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. হারুন অর রশিদ’র সঞ্চালনায় সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এটিএম সামছুর সিরাজ রিয়েল, রেজাউল করিম লেলিন, ফয়জুর রহমান ঝন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল কবির রাসেল, লুৎফর রহমান, মো. মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. হাবুল মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিনুর রহমান বাবলু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল আলম ঝুমন, আনোয়ার হোসেন হৃদয়, জাহিদুল ইসলাম প্রভাত ও যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম প্রমুখ।
এসময় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আমানুর রশীদ খান জুয়েল।