পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।
সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোছা. জিনিয়া জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা এম এ আব্দুল আওয়াল, শিক্ষা অফিসার মো. মফিজুল হক, সমাজসেবা অফিসার মহিবুল্লাহ হক , মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার, থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলাকে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলায়
৪টি ধাপে ১২৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।