ময়মনসিংহে বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল সিবিএমসিবি তে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সিবিএমসিবি তে স্থাপিত শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিএইচএফবি এর নির্বাহী সভাপতি ডাঃ শেখ মোঃ আব্দুল মান্নান, নির্বাহী সহ-সভাপতি মিঃ রোকন উদ্দিন তালুকদার, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজুর রহমান খান চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোর্শেদ আলম, উপ-পরিচালক ডাঃ খায়রুল ইসলাম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মীর্জা হামিদুল হক, প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার মাহফুজুল হক, গভর্নিং বডির সদস্য ডাঃ মোঃ শহিদুল ইসলাম, নার্সিং ইনস্টিটিউট ও কলেজের অধ্যক্ষসহ শিক্ষক, চিকিৎসক, ইন্টার্নী চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও কলেজ ছাত্র-ছাত্রীবৃন্দ।
এছাড়াও বাদ জোহর সিবিএমসিবি জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ পাবলিক রিলেশন অফিসার পিনাকী রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।