পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১০ মার্চ) সকালে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) মোছা. জিনিয়া জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মুহিবুল্লাহ হক, পূর্বধলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, পূর্বধলা সম্পাদক পরিষদের সভাপতি এমদাদুল ইসলাম, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল প্রমুখ।