পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় বুধবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনেরে উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান মো. রেজুয়ানুর রহমান, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মো. মফিজ উদ্দিন ফকির, আলহাজ্ব অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে।