পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার হ্যালিপ্যাড মাঠে ১২ দিনব্যাপী এই মেলা গত ৮ মার্চ শুরু হয়েছে। চলবে ২০ মার্চ পর্যন্ত। পূর্বধলা প্রেসক্লাবের নামে জেলা ম্যাজিস্ট্রেট এর পক্ষে সাক্ষরিত প্যাডে ২১টি শর্ত প্রতিপালন সাপেক্ষে অনুমোদন দেয়।
স্থানীয় উদ্যোক্তাতাদের তৈরি পণ্য দিয়েই সাজে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। কিন্তু পূর্বধলায় শুরু হওয়া মেলায় দেখা গেছে এর উল্টো চিত্র। নামে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা হলেও কোন নিয়মই মানা হয়নি এই মেলায়।
অনুমতি পত্র অনুযায়ী মেলায় কোন প্রকার গানের আসর বসানো যাবে না এবং সন্ধ্যা ৬টার মধ্যে মেলার সমস্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশনা থাকলেও কোন প্রকার নিয়মের তোয়াক্কা না করেই রাত ১০টা পর্যন্ত চলে গানের আসর। যা সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভ সম্প্রচার হতে দেখা গেছে। এছাড়াও রাত পর্যন্ত সার্কাসের নামে চলছে অশালীন নৃত্য।
স্থানীয় প্রশাসন আর সাংবাদিকদের ম্যানেজ করে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় এ সমস্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইনি। মুখ খুললেই দেয়া হচ্ছে ভয় ও হুমকি। তবে মেলা কর্তৃপক্ষের দাবি সব নিয়মনীতি মেনেই নাকি তারা মেলা পরিচালনা করছেন। আর এ মেলা নিয়ে শুরু থেকেই পূর্বধলার ব্যবসায়ী মহলে রয়েছে অসন্তোষ।
নিয়ম রয়েছে, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা করতে হলে স্থানীয় উদ্যোক্তাদের সাথে নিয়েই করতে হবে মেলার আয়োজন। আর স্টলে থাকতে হবে স্থানীয়ভাবে তৈরি সব পণ্য।
মেলায় ৪০টি স্টলের মধ্যে ফুসকা, চিংড়ি ফ্রাই , কসমেটিকস, কাপড় বিপনন ও বই বিক্রেতাসহ মাত্র ৬টি স্টল অংশগ্রহণ করেছে।
জনমনে প্রশ্ন কিভাবে প্রশাসনের এতো কাছে থেকেও নিয়ম বহির্ভূত ভাবে নির্দেশনা অমান্য করে এধরণের কর্মকাণ্ড পরিচালনা করছে?
মেলার সাথে সম্পৃক্ত মো. মতিউর রহমান বলেন, নামে মাত্র প্রেসক্লাব মুল দায়িত্ব পালন করছে সবুজ বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী উন্নয়ন সংগঠন।
সংগঠনটির স্বত্বাধিকারী জয়নাল আবেদীনের সঙ্গে কথা হলে তিন বলেন, মেলায় বিভিন্ন ধরনের স্টল, সার্কাস, জাদু, ট্রেন চালানো, পুতুল নাচ, নাগরদোলা সহ আরো অনেক কিছু রয়েছে।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান বলেন, মেলা এখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হয়নি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বিষয়টি মাত্র শুনলাম। শর্তের বাহিরে কোন প্রকার কার্যক্রম বা শর্ত অমান্য করলে আয়োজক কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।