মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

পূর্বধলায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রতিবেদক
প্রতীতি ডেস্ক
মার্চ ২১, ২০২৩ ৩:৪১ পূর্বাহ্ণ

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০মার্চ) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পূর্বধলাকে ভূমি ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।

তিনি জানান, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনসহ প্রায় ৫০ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। পূর্বধলা উপজেলা তারমধ্যে অন্যতম।

উপজেলার ১১ টি ইউনিয়নের ১২৭টি ভূমি ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে উপকারভোগীরা তাদের নিজ নিজ গৃহের আঙ্গিনায় বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদন ও গবাদী পশু পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের ছেলেমেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। এই সকল পরিবারের মাঝে দিন বদলের যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

এ সময় প্রেস কনফারেন্সে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জিনিয়া জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

 

সর্বশেষ - সারাদেশ