পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার খলিশাউড় ইউনিয়নের জালশুকা নামক স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। মঙ্গলবার (২১মার্চ) সকালে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে স্থানীয় লোকজন শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা নামক স্থানে ওই অজ্ঞাত ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছে। এ সময় তার লাশের উপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় ।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।