পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন হাট-বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বুধবার (২২ মার্চ) বিকেলে স্থানীয় ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোছা. জিনিয়া জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল হক, গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বৈরাটী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ বেপারী, পূর্বধলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুজ্জামান শাহীন, ব্যবসায়ী জুয়েল মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স পবিত্র রমজান মাস উপলক্ষে মূল্য তালিকা প্রদর্শনের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করতে সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।