বুধবার , ২২ মার্চ ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

৪র্থ ধাপে পূর্বধলা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা

প্রতিবেদক
সাদ্দাম হোসেন
মার্চ ২২, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নেত্রকোনার পূর্বধলায় চতুর্থ ধাপে ১৭টি পরিবারে জমিসহ ঘর হস্তাস্তরের মাধ্যমে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করার পর নতুন ১৭ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের দলিলসহ চাবি হস্তাস্তর করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)।

উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিক নূর, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, সমাজসেবা কর্মকর্তা মো. মহিবুল্লাহ হক, যুব উন্নয়ন কর্মকর্তা এম এ মালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন, উপজেলা আ.লীগের সেক্রেটারী এরশাদ হোসেন মালু প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত উপজেলায় ১১টি ইউনিয়নের ১২৭টি উপকারভোগী পরিবারের মাঝে ঘর বিতরণের মাধ্যমে এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ